বিনোদন ডেস্ক : করণ জোহর। যার ঝুলিতে রয়েছে অসংখ্য হিট সিনেমা। এবার তিনি ঘোষণা করলেন নতুন সিনেমা বানাবেন। এ ছবি দিয়ে করণের হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন সঞ্জয় কাপুরের কন্যা শানায়া কাপুর। সিনেমাতে তার পাশাপাশি রয়েছেন নতুন দুই অভিনেতা লক্ষ্য এবং গুরফতেহ।
ধর্ম প্রোডাকশনের পরবর্তী সিনেমা হতে যাচ্ছে এটি। সিনেমার নাম ‘বেধড়ক’। ছবিটি পরিচালনা করবেন শশাঙ্ক খৈতান।
বুধবার (২ মার্চ টুইটারে ‘বেধড়ক’-এর পোস্টার শেয়ার করেছেন করণ। পোস্টারে শানায়াকে গোলাপি এবং ধূসর রঙের টপ পরে দেখা গেছে। সিনেমায় তার চরিত্রের নাম নিমৃত।
পোস্টার শেয়ার করে করণ লিখেছেন, ‘বেধড়ক’-এ শানায়ার চরিত্রে নাম নিমৃত। অপেক্ষায় রয়েছি তার অভিনয়ের প্রতিভা পর্দায় তুলে ধরার।’
এই সিনেমাতে লক্ষ্যর চরিত্রের নাম হবে করণ। পোস্টার শেয়ার করে করণ আরও লিখেছেন, ‘তার হাসিতে আপনারা মুগ্ধ হবেন।’
অঙ্গদের চরিত্রে অভিনয় করবেন গুরফতেহ। তাকে নিয়ে করণ লিখেছেন, ‘তার আসাধারণ লুক যে কোনো সময় আপনাকে মুগ্ধ করবে। গুরফতেহ পিরজাদা অঙ্গদের চরিত্রকে অনায়াসে বড় পর্দায় তুলে ধরবে।’
‘বেধড়ক’ প্রেমের সিনেমা। যেখানে আবেগ, ভালোবাসা, রোমান্স; ভরপুর থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।