বিনোদন ডেস্ক: বক্স অফিসে সুপার-ডুপার হিট ‘পুষ্প: দ্য রাইজ’ সিনেমার সাফল্য উপভোগ করছেন দক্ষিণী তারকা অল্লু অর্জুন। ভক্তরা আল্লুর ‘পুষ্পা’ স্টাইল খুব পছন্দ করেছেন। ইতোমধ্যে জোমাটোর একটি বিজ্ঞাপন সামনে এসেছে, যেখানে আল্লুকে দেখা গেছে ‘পুষ্পা’ মেজাজে। তবে বিজ্ঞাপনটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু অনুরাগী যেমন এর প্রশংসা করেছেন, তেমনই সমালোচনাও হয়েছে বিজ্ঞাপনটি নিয়ে।
ভাবছেন কী আছে সেই বিজ্ঞাপনে? জোমাটোর পক্ষ থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে আল্লু অর্জুনকে এক ভিলেনকে মারতে। আর ভিলেন আল্লুর ঘুষি খেয়ে মাটিতে পড়ে যান। তবে এ পড়ে যাওয়াই দেখানো হয়েছে স্লো মোশনে। আর ভিলেন বলছে, ‘বানি, তুমি কি তাড়াতাড়ি আমাকে ফেলে দিতে পারো না।’ আল্লু বলছে, ‘এটা দক্ষিণের সিনেমা, এখানে এভাবেই দেখানো হয়।’ সঙ্গে সঙ্গে ভিলেন জানান, ‘কিন্তু আমার তো খিদে পেয়েছে। নিচে পড়তে পড়তে সব রেস্তোরাঁ বন্ধ হয়ে যাবে!’ আর তখনই শুরু হয় জোমাটোর কিছু ট্যাগ লাইন।
আর এ বিজ্ঞাপন দেখেই রেগে লাল নেটপাড়ার বড় একটা অংশ। তাদের দাবি, এ বিজ্ঞাপনে জোমাটো আর আল্লু অপমান করেছেন দক্ষিণের সিনেমাকে। কমেন্ট সেকশনে কেউ যেমন ‘পুষ্পা’ বয়কট করার কথা বলেছেন, তেমনই কেউ আবার জোমাটোর আনইনস্টল করে দেওয়ার কথাও বলেছেন ফোন থেকে।
সম্প্রতি ছবিটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। সিনেমাটি দেখতে হলে যাচ্ছেন মানুষ। ইতোমধ্যে বিশ্বজুড়ে প্রায় ৪০০ কোটির ব্যবসা করে ফেলেছে এ ছবি। ‘পুষ্পা’ জ্বরে কাঁপছে পুরো ভারত। এমনকি বাইরের তারকারাও নিয়ে ফেলেছেন পুষ্পা চ্যালেঞ্জ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।