স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমবারের মতো এই লিগে খেলতে যাচ্ছেন টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাস।
সাকিব খেলবেন বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে; আর লিটন খেলবেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে।
আসরে সাকিবের বার্বাডোজের বাকি আছে আর চারটি ম্যাচ। অন্যদিকে লিটনের দল জ্যামাইকা আর মাত্র দুটি ম্যাচ খেলেই বিদায় নেবে। দলটি আছে পয়েন্ট টেবিলের তলানিতে।
সাকিবের বার্বাডোজের শেষ চার ম্যাচের সময়সূচীঃ
প্রতিপক্ষ তারিখ বাংলাদেশ সময়
ট্রিনবাগো নাইট রাইডার্স ২৭ সেপ্টেম্বর ভোর ৪টা
সেন্ট কিটস অ্যান্ড নেভিস ২৯ সেপ্টেম্বর ভোর ৬টা
সেন্ট লুসিয়া ৩০ সেপ্টেম্বর ভোর ৪টা
ট্রিনবাগো নাইট রাইডার্স ৩ অক্টোবর ভোর ৫টা
এদিকে লিটনের দল জ্যামাইকা খেলেছে আটটি ম্যাচ, চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে আছে তারা।
জ্যামাইকার শেষ দুই ম্যাচের সময়সূচীঃ
প্রতিপক্ষ তারিখ বাংলাদেশ সময়
সেন্ট লুসিয়া ২৮ সেপ্টেম্বর ভোর ৬টা
গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স ৪ অক্টোবর ভোর ৪টা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।