জুমবাংলা ডেস্ক : সম্প্রতি সিরাজগঞ্জ ২৫০ সজ্জা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল থেকে ২৩ দিন বয়সের এক শিশু চুরির ঘটনার জের কাটতে না কাটতেই সলঙ্গার হাটিকুমরুল গোলচত্তরে অবস্থিত সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল থেকে নবজাত চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তোলপাড় চলছে সর্বমহলে।
জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারী শুক্রবার রাতে তাড়াশ উপজেলার নওগা গ্রামের আসগর আলীর ছেলে মাজেদ আলী তার প্রসুতি স্ত্রীকে নিয়ে হাটিকুমরুলের সাখাওয়াত এইস মেমোরিয়াল হাসপাতাল ভর্তি করান। শনিবার সকাল ৯ ঘটিকার সময় সিজারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন। এবং ঐদিন ৩ ঘটিকার সময় হাসপাতাল থেকে শিশুটি চুরি হয়।
হাসপাতাল থেকে নবজাতক চুরি হওয়ার সত্যতা স্বিকার করে হাসপাতালের ম্যানেজার মোঃ জাকির হোসেন বলেন, প্রসুতীর সাথে আসা লোকদের মধ্যই কেউ শিশুটিকে চুরি করে নিয়ে গেছে। এ-সময় চুরি হওয়া নবজাতকের স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকার পরিবেশ ভারী হয়ে যায়।
এ খবর পেয়ে তাৎক্ষনিক সলঙ্গা থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনা স্থলে উপস্থিত হন। সিসিটিভি ফুটেজে পর্যবেক্ষন করে চুরি হওয়া নবজাতকে উদ্ধারের চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। সূত্র : ইত্তেফাক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।