সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রানীনগর তেলপাম্প এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অজ্ঞাত (৩৬) এক ব্যক্তির প্রাণহানি হয়েছে।

Advertisement
আজ বুধবার (২৩ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও তিনজন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আকতারুজ্জামান জানান, বুধবার সকালে পাবনা পরিবহনের একটি বাস পাবনা থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। রানীনগর এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই ব্যাক্তি মারা যায়। আহত হন আর তিনজন। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে পাঠায়।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে বলে জানান ওসি আকতারুজ্জামান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


