জুমবাংলা ডেস্ক: সিরাজগঞ্জ সদরে সার্কাসের অসুস্থ এক হাতির মৃত্যু হয়েছে। সীমান্ত বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে হাতিটি মারা যায়। প্রাণীটিকে দেখার জন্য দিনভর মানুষের ঢল নামে। খবর ইউএনবি’র।
হাতির মাহুত সোহেল রানা জানান, শরীরে টিউমার থাকা কিং স্টার সার্কাসের হাতিটির প্রায় ১৫ দিন আগে রাজশাহী বনবিভাগের সহযোগীতায় চিকিৎসা করা হয়। এতে প্রাণীটি কিছুটা সুস্থ হলে ৩-৪ দিন আগে সিরাজগঞ্জ হয়ে সিলেটের উদ্দেশে রওনা দেয়া হয়।
সকালে সীমান্ত বাজার এলাকায় পৌঁছে হাতিটি অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়ে। এক পর্যায়ে ঘটনাস্থলেই এটি মারা যায়।
হাতির মালিক আব্দুল জলিল বলেন, ‘করোনাভাইরাসের প্রভাবে সার্কাস বন্ধ হয়ে যায়। এ কারণে হাতিটি বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভাড়া দেয়া হতো। হাতিটি মারা যাওয়ায় অপূরণীয় ক্ষতিসাধন হয়েছে। এ ক্ষতি আর কোনো দিন পূরণ হওয়ার নয়।’
এ বিষয়ে সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঋষিতেশ চন্দ্র রায় জানান, হাতির মালিক বন বিভাগের লাইসেন্সধারী হলে প্রাণিসম্পদের চিকিৎসকদের মাধ্যমে এর মৃত্যুর কারণ জানা যাবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আকতারুজ্জামান বলেন, ‘এ বিষয়ে জাতীয় চিড়িয়াখানা ও জাদুঘর কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তারা শুক্রবার ঘটনাস্থলে আসতে পারে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।