জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত হয়েছে। তারা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার বেলুটিয়া চর গ্রামের আলামিনের ছেলে মেরাজুল ইসলাম (১৮), তাড়াশ উপজেলার মাটিয়া মালিপাড়া গ্রামের আয়নাল হোসেনের ছেলে তোয়াহা হোসেন (৭) ও কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে অটোভ্যান চালক জহুরুল ইসলাম (২৪)।
সিরাজগঞ্জ সদর থানার এসআই শরিফুল ইসলাম জানান, সোমবার সকালে সিরাজগঞ্জ-সয়দাবাদ আঞ্চলিক মহাসড়কের ৪নং ক্রসবার বাঁধ এলাকায় বালুর ট্রাকের ধাক্কায় মেরাজুল গুরুতর আহত হয়। তাকে সদর হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য দুপুরে ঠাকা নেয়ার পথে মারা যায়।