জুমবাংলা ডেস্ক: হারিয়ে যাওয়ার চার দিন পর আলিম (১০) নামের এক শিশুকে তার স্বজনদের হাতে তুলে দিয়েছে সিরাজগঞ্জ সদর থানার পুলিশ। খবর ইউএনবি’র।
সে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রূপসা গ্রামের আব্দুর রহিমের ছেলে। সোমবার সন্ধ্যায় শিশুটিকে তার দাদি রওশনারা বেগম ও চাচা বাবলু মণ্ডলের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়।
এসময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদসহ অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ৫ অক্টোবর সকালে গ্রামের বাড়ি থেকে আলিম হারিয়ে যায় বলে তার দাদি জানান।
সদর থানার শিশু বিষয়ক কর্মকর্তা এসআই রেজাউল ইসলাম শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৫ অক্টোবর সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকায় শিশু আলিমকে কান্নারত অবস্থায় হাঁটতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা শিশুটিকে তার বাবা-মার নাম ও ঠিকানা জিজ্ঞেস করলে সে বলতে পারেনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলিমকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এরপর শিশু আলিমের ছবিসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ ও ফেসবুকে পোস্ট দেয়া হয়। সেই সূত্র ধরে তার পরিবারের লোকজন থানায় মুঠোফোনে যোগাযোগ করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।