জুমবাংলা ডেস্ক: সিরাজগঞ্জে জনপ্রতি মাত্র ১০৩ টাকায় যোগ্যতা ও মেধা অনুসারে পুলিশের কনস্টেবল পদে চাকরি পেলেন ১৭৯ জন। খবর ইউএনবি’র।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার টুটুল চক্রবর্তী (বিপিএম)।
গত ৩ জুলাই জেলায় এবার ৩ হাজার ৩২০ জন নারী ও পুরুষ প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করে। ৪ জুলাই ১ হাজার ৫০৫ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩০৮ জনকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়।
এর মধ্যে ৩৯ জন নারী ও ১৩৬ জন পুরুষসহ মোট ১৭৯ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
এ চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের মধ্যে দিনমজুর, ভূমিহীন, রিকশা চালক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাঁত শ্রমিকের সন্তানসহ এতিমও রয়েছেন।
সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে উল্লেখ করে পুলিশ সুপার টুটুল চক্রবর্তী (বিপিএম) সাংবাদিকদের বলেন, সার্কুলার হওয়ার পর থেকে চূড়ান্ত ফলাফল পর্যন্ত প্রতিটা ধাপ শতভাগ স্বচ্ছতার সাথে নিয়োগ সম্পন্ন করা হয়েছে। শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রত্যেককে নির্বাচিত করা হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া পর্যন্ত কোন প্রার্থীরই ১০৩ টাকার বেশি এক পয়সাও খরচ হয়নি।
এছাড়াও আগে থেকে দালাল ও প্রতারক চক্র যাতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে সেজন্য ব্যাপক প্রচারণা চালানো হয়েছিল।
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের কঠোর নির্দেশনায় আমরা ১০৩ টাকায় চাকরি দেয়ার অঙ্গীকার করেছিলাম। সেই অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে।’
যারা এই চাকরিতে নির্বাচিত হয়েছেন তারা প্রত্যেকে শতভাগ সততার সাথে দায়িত্ব পালন করবেন বলে আশা করেন পুলিশ সুপার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।