মোসাদ্দেক-লিটন নৈপুণ্যে সিরিজে ফিরল টাইগাররা

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১৫ বল থাকতে ৭ উইকেটে জিতে সিরিজে ফিরেছে বাংলাদেশ। অভিজ্ঞ লিটন দাস ও আফিফ হোসেনের ব্যাটে ভর করে খুব সহজেই ম্যাচ জিতে টাইগাররা।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচেও টস পক্ষে আসেনি বাংলাদেশের। শুরুতে বোলিং করতে নামতে হয় নুরুল হাসান সোহানের দলের। বল হাতে নিয়ে ইনিংসের প্রথম বলেই উইকেট নেন মোসাদ্দেক। প্রথম ওভারে ৫ রানে তিনি নেন দুই উইকেট।

এদিন বল হাতে মোসাদ্দেক হোসেনের পাঁচ উইকেট শিকারে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিক জিম্বাবুয়ে। সিকান্দার রাজার ৬২ রানের ইনিংস স্বত্বেও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৫ রান সংগ্রহ করে তারা। ১টি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ওপেনার লিটন কুমার ৩৩ বলে ছয় বাউন্ডারি ও দুই ছক্কায় ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন। এর আগে এছাড়া মুমিন শাহরিয়ার ৭ এবং এনামুল হক বিজয় ১৬ রান করে ফেরেন। আফিফ হোসেন ৩০ ও ১৯ রান করে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।