স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে আগামীকাল (বুধবার) মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান। সেঞ্চুরিয়নে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
এর আগে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ৩ উইকেটে জিতেছিল পাকিস্তান। অধিনায়ক বাবর আজমের সেঞ্চুরিসহ ১০৩ রান সত্ত্বেও জেতার জন্য তাদের শেষ ওভার পর্যন্ত লড়তে হয়।
দ্বিতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়ায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে ব্যাট-বলের দারুণ পারফরমেন্সে পাকিস্তানকে ১৭ রানে হারিয়ে দেয় তারা। এই ম্যাচেই ১৫৫ বলে ১৮টি চার ও ১০টি ছক্কায় ১৯৩ রান করেন ফখর জামান।