আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত বন্দরনগরী তারতুসে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরা
সোমবার (৩ মার্চ) ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা একটি সামরিক স্থাপনাকে কেন্দ্র করে বিমান হামলা চালিয়েছে। কারদাহাতে অবস্থিত ওই সামরিক স্থাপনাটিতে সিরিয়ার সাবেক শাসক অস্ত্র মজুদ রেখেছিলেন বলে তাদের ধারণা। এই এলাকাটি ক্ষমতাচ্যুত বাশার আল আসাদের জন্ম স্থান। যেটি তারতুস বন্দর থেকে ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ইসরায়েলি বিমান পশ্চিম সিরিয়ার বন্দরনগরী তারতুস লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। হামলার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সানার প্রতিবেদনে আরও বলা হয়, বেসামরিক প্রতিরক্ষা দল এবং বিশেষায়িত ইউনিট হামলার সঠিক অবস্থান যাচাই করতে কাজ করছে। আগের দিন ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান ভূমধ্যসাগরীয় এই বন্দরনগরীতে ইসরায়েলি হামলার প্রাথমিক প্রতিবেদন সম্পর্কে জানিয়েছিল।
এর আগে গত মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল, তারা দক্ষিণ সিরিয়ায় অস্ত্র সম্বলিত সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অঞ্চলটিকে নিরস্ত্রীকরণের আহ্বান জানানোর কয়েকদিন পর ওই হামলার ঘটনা ঘটে।
গত সপ্তাহে সিরিয়ার জাতীয় সংলাপ কনফারেন্সে অংশগ্রহণকারীরা ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন অভিযোগ অস্বীকার করেন। একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের আগ্রসন এবং সহিংসতা বন্ধে আহ্বান জানান। সেই সঙ্গে সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলি অভিযান বন্ধের নিন্দা করেন।
‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।