আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সন্ত্রাসবাদ মোকাবেলাসহ সব ক্ষেত্রে সিরিয়ার প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। খবর পার্সটুডে’র।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে ফোনালাপে এ ঘোষণা দেন তিনি। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘সানা’ আজ এ খবর প্রকাশ করেছেন।