
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় পৃথক দুটি হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার উত্তরাঞ্চলীয় শহর আফরিনে এই হামলা হয় বলে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানিয়েছে রয়টার্স।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম হামলাটি হয় আবাসিক এলাকায়। এর কিছুক্ষণ পরই হাসপাতালে আরেকটি হামলার ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে আল শিফা হাসপাতালের ধ্বংসস্তুপে হতাহতদের দেখা গেছে।
কুর্দি পিপল’স প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি) এবং কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) সদস্যরা এই ক্ষেপণাস্ত্র ও কামান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তুরস্ক। দেশটির একটি বড় অংশ জুড়ে তাদের সেনা সদস্যদের উপস্থিতি রয়েছে।
সিরিয়ায় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, হামলায় ১৩ জন নিহত ও অন্তত ২৭ জন আহত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


