আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ করেই বিছানায় সাপ, ভয়ঙ্কর ব্যাপার! মনে করলেও ভয়ে আঁতকে উঠতে হয়। সম্প্রতি এমনই এক কাণ্ড ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে।

‘সানসাইন কোস্ট স্নেক ক্যাচার’ নামের এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ওই ছবিতে দেখা গেছে, বিশাল এক অজগর একটি রুমের সিলিং লাইটে বিশ্রাম নিচ্ছে। কিন্তু লাইটটি তার ভার নিতে না পারায় সাপটি পড়ে যায় নিচে থাকা বিছানায়। তবে সৌভাগ্যক্রমে ওই সময় বিছানাতে বাড়ির কেউ ছিলেন না।
ওই পোস্টে লেখা হয়েছে ‘সিলিং লাইট থেকে একটি বড় অজগর সাপ বিছানার উপর এসে পড়ে’।
ছবিটি পোস্ট করার পর অনেকেই বিভিন্ন প্রতিক্রিয়া দেখান, মন্তব্য করতে থাকেন। একজন লিখেন, ‘ভাগ্যিস ওই সময় কেউ বিছানায় ছিল না’। পরে অবশ্য সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
সূত্র : এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


