জুমবাংলা ডেস্ক : সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা তথা বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস লাইন সংযোগ, সিলেটের সকল পাথর,বালু কোয়ারি খুলে দেয়া সহ বৈষম্যের শিকার বৃহত্তর জৈন্তিয়া বাসীর ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে জৈন্তাপুর উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের উদ্যোগে ৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জৈন্তিয়া উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক এডভোকেট মো: আব্দুল আহাদ।
এতে সভাপতিত্ব করেন জৈন্তিয়া উন্নয়ন পরিষদের জৈন্তাপুর উপজেলা কমিটির আহবায়ক মুশাহিদ আলী। বক্তব্য রাখেন জৈন্তিয়া উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি দৈনিক সিলেট বাণী পত্রিকার নির্বাহী সম্পাদক এম এ হান্নান, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, এবি পার্টির সিলেট জেলা কমিটির নেতা এডভোকেট জাহাঙ্গীর আহমদ, সমাজসেবী মৌলভী আব্দুল খালিক, জমিয়ত নেতা মাওলানা মকবুল হোসাইন, সাবেক ইউপি সদস্য ইলিয়াস আলী সাজু,সমাজসেবী আলতাফুর রহমান, কাজী খলিল উল্লাহ, শ্রমিক নেতা গোলাম মোস্তফা, সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন কুটি, মুহাঃ জামীল আহমদ,সংবাদকর্মী সুয়েব রানা ও সোহেল আহমদ, ছাত্রনেতা আলা উদ্দিন আল আশরাফ, নজরুল ইসলাম,আব্দুল গণি, বুলবুল আহমদ, মোঃ নজরুল ইসলাম, হাঃ রাকিবুল ইসলাম, নাঈম আহমদ, মো: বাছির আহমদ, মোঃ জালাল উদ্দিন, সাইফুল ইসলাম, ফজলু মিয়া ও বিলাল উদ্দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।