সুয়েব রানা, সিলেট : সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০২৪ উদযাপিত হয়েছে।
সোমবার (৯ই ডিসেম্বর) বেলা ১১:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। ” নারী- কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়িতা অন্বেষণে বাংলাদেশ উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়ীতাকে সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
আলোচনা সভা শেষে চলতি বছর অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পান পপি রানী দাস নামে একজন শিক্ষিকা ও সফল উদ্যোক্তা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ০১ কোটি ৫০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, তৈয়ব আলি কারিগরি কলেজের অধ্যক্ষ রুহিনী রন্জন দে, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তিষাণ আক্তার সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত নারী উদ্যোক্তাগণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।