জুমবাংলা ডেস্ক: সিলেট জেলায় নতুন আরও ৫৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। খবর ইউএনবি’র।
সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৭ জনের এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আটজনের করোনাভাইরাস শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘রবিবার কলেজের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭ জনের প্রতিবেদন পজেটিভ আসে। আক্রান্তরা সবাই সিলেটের বাসিন্দা।’
শাহজালাল বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবেও রবিবার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্য ৩৫ জন সুনামগঞ্জ জেলার ও আটজন সিলেট জেলার বাসিন্দা।
রবিবার হবিগঞ্জে ৪৫ জন ও মৌলভীবাজারে ৩৫ জন নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ২৭০ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮১৩, সুনামগঞ্জে ১০৯৭, হবিগঞ্জে ৮০৩ এবং মৌলভীবাজারে ৫৫৭ জন আছেন।
এ পর্যন্ত সিলেটে ৬৮, মৌলভীবাজারে পাঁচ, সুনামগঞ্জে সাত ও হবিগঞ্জে ছয়জন করোনায় মারা গেছেন। বিভাগে সুস্থ হয়েছেন ১৬৯৮ জন। এর মধ্যে সিলেটের ৫১৩, সুনামগঞ্জের ৬১০, হবিগঞ্জের ২৯৮ এবং মৌলভীবাজারের ২৭৭ জন রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।