Advertisement
জুমবাংলা ডেস্ক : ৪৫ টাকা কেজিতে পিয়াজ কিনতে লাইনে দাঁড়িয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আজ সোমবার দুপুরে তিনি নগরীর সুরমা মার্কেট পয়েন্টে লাইনে দাঁড়ান। মেয়র লাইনে দাঁড়িয়ে পিয়াজ কিনছেন দেখে হুলস্থুল পড়ে যায়। এ সময় সিটি কাউন্সিলরসহ কয়েকজন সমাজসেবকও লাইনে এসে দাঁড়ান।
এসময় মেয়র গণমাধ্যমকে জানান, সাধারণ মানুষের কাতারে এসে পেঁয়াজ কিনতে আসা তার প্রতীকী প্রতিবাদ। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবি জানান মেয়র।
এদিকে আজ সকাল থেকে নগরের কবি নজরুল অডিটোরিয়াম এলাকা, কিন ব্রিজের মোড় ও বঙ্গবীর রোডের মার্কাস পয়েন্টে ৩টি ট্রাকের মাধ্যমে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়। এসময়ে ট্রাকের সামনে দীর্ঘ লাইন দেখা যায়।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.