সিলেটে নতুন করে করোনায় আক্রান্ত ২৭৪ জন

জুমবাংলা ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় ২৭৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন একজন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতীকী ছবি

এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে সিলেটে করোনাক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। তিনি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা ১ হাজার ১৮৭ জন। এরআগে গত শনিবারের প্রতিবেদনে আরও ২ জনের মৃত্যুর তথ্য জানানো হয়।

এদিকে, সিলেটে ২৪ ঘন্টায় ১ হাজার ৪৩ জনের নমুনা পরীক্ষা করে ২৭৪ জন করোনা হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ২৭ শতাংশ।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৯৪ জন, সুনামগঞ্জের ১১ জন, মৌলভীবাজারের ৪৮ জন ও হবিগঞ্জের ২১ জন রয়েছে।

একদিনে করোনামুক্ত হয়েছে ৪৯ জন। সবমিলিয়ে সুস্থতার সংখ্যা ৫০ হাজার ২৩৪ জন। বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫৬ হাজার ৩৩৮ জন। সূত্র: বাসস