জুমবাংলা ডেস্ক : সিলেটে ‘লকডাউন’ অনেকটা ভেঙে পড়েছে। কঠোর লকডাউনের দশম দিন শনিবার রাস্তায় আগের দিনগুলোর চেয়ে বেশি ছিল জনসমাগম ও যান চলাচল। বেড়েছে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও প্রাইভেট গাড়ি চলাচল। প্রয়োজনে, অপ্রয়োজনে মানুষ বের হয়েছেন রাস্তায়। পুলিশি তল্লাশি, র্যাব, সেনাবাহিনীর টহল ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকলেও স্বাস্থ্যবিধির ব্যাপারে উদাসীন বেশিরভাগ মানুষ।
শনিবার সকাল থেকে নগরীর রাস্তায় শুরু করে রিকশা চলাচল। বেশিরভাগ চালক ও যাত্রীর মুখে ছিল না মাস্ক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও প্রাইভেট গাড়ি চলাচল। এসব যানবাহনেও চালক ও যাত্রীদের বেশিরভাগের মুখে ছিল না মাস্ক। কেউ মাস্ক পরলেও তা থুতনির নিচে ঝুলিয়ে রাখতে দেখা যায়। নগরের পাড়া-মহল্লার ভেতরের দোকানপাট ছিল খোলা। নগরের ভেতরে বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের সার্টার অর্ধেক খুলে ব্যবসা করতে দেখা গেছে।
পুলিশের দাবি, যারাই রাস্তায় বের হচ্ছেন তাদের বেশিরভাগই জরুরি প্রয়োজনে বের হয়েছেন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হলে জেলা প্রশাসন, র্যাব ও সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত জরিমানা করছেন। সেনাবাহিনীও মাঠে রয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি. এম আশরাফ উল্যাহ জানান, নগরীতে ৩২টি চেকপোস্ট বসিয়ে পুলিশ তল্লাশি করছে। এ ছাড়া দিনরাত মিলে পুলিশের ৫২টি মোবাইল টিম কাজ করছে। চেকপোস্টে তল্লাশিকালে কাগজপত্র দেখাতে না পারলে সংশ্লিষ্ট যানবাহনের মালিকের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।