জুমবাংলা ডেস্ক : সিলেটে হযরত শাহপরাণ (রহ.) মাজারে ওরস চলাকালে হামলা চালিয়েছে তৌহিদি জনতার নামে বহিরাগতরা। সোমবার (১০ সেপ্টেম্বর) রাতে ওরস চলাকালে গান-বাজনা শুরু হলে এই হামলা হয়।
এ সময় লাঠি হাতে মিছিল নিয়ে মাজারে প্রবেশ করে বিক্ষুব্ধরা। এতে শাহপরাণ থানার ওসিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এর আগে, গত শুক্রবার বিক্ষোভ করে মাজারে গান-বাজনা নিষিদ্ধ করা হয়।
প্রসঙ্গত, প্রতি বছর ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর (৪, ৫ ও ৬ রবিউল আউয়াল) তিন দিনব্যাপী ওরসের আয়োজন করে শাহপরাণ (রহ.) মাজার কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।