সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩৯ জন

প্রতীকী ছবি

জুমবাংলা ডেস্ক: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইারসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন হয়েছে আরও ৩৯ জন।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় এতথ্য নিশ্চিত করে। তথ্যমতে, এই বিভাগে মোট মৃতের সংখ্যা ১ হাজার ১৪৮ জন। আর এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৩৭৭ জন।

সিলেট বিভাগে এপর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৩৭৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৪৭৬ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২২৮ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬১১ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ৬২ জন রয়েছেন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৩২ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১৭ জন সিলেট জেলার, ৩ জন সুনামগঞ্জের  ও হবিগঞ্জ জেলার ১২ জন রয়েছেন। সূত্র: বাসস