Views: 83

Coronavirus (করোনাভাইরাস) জাতীয় বিভাগীয় সংবাদ

সিলেট বিভাগে করোনা থেকে একদিনে সুস্থ ১৭ জন


প্রতীকী ছবি

জুমবাংলা ডেস্ক: সিলেট বিভাগে গত একদিনে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৭ জন, নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১২ জন,এসময়ে করোনা ভাইরাসে সিলেট বিভাগে কারো মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য মতে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ ১৭ জনের মধ্যে সিলেট জেলার ১৫ ও সুনামগঞ্জের ২ জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৯৭ জন। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৮৭৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৭৯ জন, হবিগঞ্জে ১ হাজার ৬০২ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ৭৪১ জন সুস্থ হয়েছেন।


এদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৯, সুনানগঞ্জের ১ ও মৌলভীবাজার জেলার ২ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৪৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ২৬৭, সুনামগঞ্জে ২ হাজার ৫২০, হবিগঞ্জে ১ হাজার ৯৬৭ এবং মৌলভীবাজারে ১ হাজার ৯০১ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি।এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৬৬ জনে। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ২০২, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৬ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে বর্তমানে করোনাক্রান্ত হয়ে হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন ৩৯ জন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সিলেট জেলার ৩২, সুনামগঞ্জের ১, হবিগঞ্জের ১ও মৌলভীবাজার জেলার ৫ জন রয়েছেন।

অন্যদিকে বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৬৮৭ জন,এর মধ্যে সিলেট জেলায় ৬১২ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ৭১ জন। এ সময়ে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় নতুন করে কেউ হোম কোয়ারান্টাইনে যাননি। সূত্র: বাসস


যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool


আরও পড়ুন

‘বউ বউ করে মরেই গেলো আমার ছেলেটা’, ছেলের শোকে বিলাপ করছেন মা

rony

জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

rony

প্রেমিকের সঙ্গে মোটরসাইকেল ঘুরতে বের হয়ে লাশ হলেন প্রেমিকা

rony

চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ছাড়ালো

azad

হেরে গেলেন আলোচিত সেই ‘বউ-শাশুড়ি’

Shamim Reza

মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগে ২ শিক্ষক গ্রেফতার

Shamim Reza