জুমবাংলা ডেস্ক: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৫০ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৬ জন। এ সময়ে করোনায় সিলেট বিভাগে কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
সিলেট বিভাগে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্য থেকে সুস্থ হয়েছেন ৫০ জন। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলার ৪৪, সুনামগঞ্জের ৫ জন ও হবিগঞ্জের ১ জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১৭০ জন। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৪০৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৪৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৮৫ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ৭২৯ জন সুস্থ হয়েছেন।
এদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়ার মধ্যে সিলেট জেলার ৫০, হবিগঞ্জের ২ জন ও মৌলভীবাজার জেলার ৪ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ২৭৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৯৬৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫০৪, হবিগঞ্জে ১ হাজার ৯৪২ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮৬৬ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি। সিলেট বিভাগের চার জেলায় করোনা ভাইরাসে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬১ জনে। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৯৭, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩ জন । সিলেট বিভাগে বর্তমানে করোনাক্রান্ত হয়ে হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন ৩১ জন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সিলেট জেলার ২৯ ও হবিগঞ্জের ২ জন রয়েছেন।
অন্যদিকে বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে আছেন ১৯৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ১১০ জন, হবিগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ৭০ জন।
এ সময়ে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় নতুন করে কেউ হোম কোয়ারেন্টিনে যাননি। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।