জুমবাংলা ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনায় আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। খবর ইউএনবি’র।
তারা সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৫২ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১৮৯, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন রয়েছেন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৭, সুনামগঞ্জে সাত ও হবিগঞ্জে আটজন করে শনাক্ত হয়েছে।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানায়, শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ হাজার ২৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮৭৫০ জন, সুনামগঞ্জে ২৪৯১, হবিগঞ্জে ১৯৩১ ও মৌলভীবাজার জেলায় ১৮৫২ জন।
অপরদিকে, সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৯ জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এই ২৯ জনকে নিয়ে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৩ হাজার ৭৯৪ জন। এর মধ্যে সিলেটে ৮০৬৩ জন, সুনামগঞ্জে ২৪২৯ জন, হবিগঞ্জে ১৫৭৯ জন ও মৌলভীবাজারে ১৭২৩ জন।
শনিবার সকাল পর্যন্ত সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪১ জন করোনা রোগী। এর মধ্যে সিলেট জেলায় ৩৯ জন ও হবিগঞ্জে দুজন রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।