Views: 81

Coronavirus (করোনাভাইরাস) জাতীয় বিভাগীয় সংবাদ

সিলেট বিভাগে ২৪ ঘন্টায় করোনায় সুস্থ ৪১ জন


প্রতীকী ছবি

জুমবাংলা ডেস্ক: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের আক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৪১ জন, নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ জন । একই সময়সহ বিভাগের ৪ জেলায় টানা ৬ দিনে করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে আজ বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৪১ জন সুস্থ হয়েছেন। নতুন সুস্থ হওয়া সকলেই সিলেট জেলার বাসিন্দা। আর সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৭৭২ জন। এরমধ্যে সিলেট জেলার ৬ হাজার ৩১৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩০৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৫০৯ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ৬৬৪ জন সুস্থ হয়েছেন।


এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা ভাইরাসে নতুন শনাক্ত হয়েছেন ২৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ৩ জন ও মৌলভীবাজার জেলায় ১ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে প্রমাণিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩১১ জন। এরমধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৩৬১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৮৭, হবিগঞ্জে ১ হাজার ৭৯৬ এবং মৌলভীবাজারে ১ হাজার ৭৬৭ জন।

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন, এর মধ্যে সিলেট জেলায় ২ জন ও মৌলভীবাজার জেলা ১ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্ত হয়ে হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাড়িয়েছে ৬৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ৬০, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজার জেলার ৫ জন রয়েছেন।

সিলেট বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় কেউই মারা যাননি। এনিয়ে টানা ৬ দিন যাবত বিভাগের চার জেলায় করোনায় কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত বিভাগের চার জেলায় মোট মৃতের সংখ্যা ২২৫ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৬৩, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২১ জন।

বিভাগের চার জেলায় বর্তমানে হোম কোয়ারান্টাইনে আছেন ১৬৫ জন,এর মধ্যে সিলেট জেলায় ২০ জন, হবিগঞ্জে ৪১ জন,মৌলভীবাজারে ১০৪ জন। তবে সুনামগঞ্জ জেলায় সার্বিক ভাবে করোনা পরিস্থিতিতি শুরু থেকেই সিলেট বিভাগের অন্য তিন জেলার চেয়ে অনেক ভালো রয়েছে। টানা কয়েকদিন যাবত এ জেলায় কেউই হোম কোয়ারান্টাইনে নেই। বর্তমানে বিভাগের মৌলভীবাজার জেলায় হোমকোয়ারান্টাইনের সংখ্যা সবচেয়ে বেশি, গত ২৪ ঘন্টায় হবিগঞ্জ জেলায়ও হোম কোয়ারান্টাইনের সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। সূত্র: বাসস


যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschoolআরও পড়ুন

যে ১০ ব্যক্তির ওপর রাসুলের অভিশাপ

Sabina Sami

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

mdhmajor

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আলী যাকেরের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

mdhmajor

নতুন শিক্ষাবর্ষে ভর্তি ও টিউশন ফি বাড়ছে না

Sabina Sami

দর্শকদের মুগ্ধ করতে আলী যাকের ছিলেন অনন্য : জি এম কাদের

mdhmajor

নারায়ণগঞ্জে ফতুল্লায় আগুন লেগে ৩৬ বসতঘর পুড়ে ছাই

Sabina Sami