জুমবাংলা ডেস্ক : সীমান্তে একটি লাশ পড়লে ভারতে দুইটি লাশ ফেলতে হবে। ১৮ কোটি মানুষ দেশের এক ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দিবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শনিবার রংপুরের গংগাচড়ায় মতবিনিমির সভায় এসব কথা বলেন তিনি।
নুর বলেন, আমরা ভারতকে বলতে চাই আমরা যুদ্ধ চাই না, বন্ধুত্ব চাই। আমরা খারাপ সম্পর্ক চাই না, ভালো সম্পর্ক চাই। আপনাদের যে আচরণ সেই আচরণে বন্ধুত্ব হয় না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত আসে এমন মন্তব্য করা থেকে আপনাদের বিরত থাকতে হবে।
ভারতকে হুঁশিয়ারি দিয়ে নুর বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পর আপনারা বাংলাদেশকে নিয়ে যে খেলা শুরু করেছেন সে খেলা বন্ধ করুন, না হয় এই খেলা আপনাদের জন্য শুভ হবে না।
তিনি সরকারকে সীমান্তবর্তী এলাকার মানুষদেরকে বিজিবির মতো ট্রেনিং দেওয়ার আহ্বান জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।