আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি পঞ্জাবে প্রকাশ্যে এলোপাথাড়ি গুলিতে খুন হন গায়ক সিধু মুসেওয়ালা। শোকে ভেঙে পড়েন লক্ষ লক্ষ ভক্ত। গায়ক নেই, তবে তার গাওয়া গানে মিলে যাচ্ছে দুই দেশ। এবার তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, ভারত-পাক সীমান্তে মুসেওয়ালার গানের তালে কোমর মেলাচ্ছেন জওয়ানরা।
https://twitter.com/hgsdhaliwalips/status/1562719466311786498?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1562719466311786498%7Ctwgr%5Edeab0926721fd8c646b58f87ac3d2f9748f2348c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fnation%2Fviral-video-indian-soldiers-dance-as-pakistan-army-blares-sidhu-moose-wala-song-across-border_441558.html
টুইটে ভিডিয়োটি শেয়ার করেছেন আইপিএ অফিসার HGS Dhaliwal। ছোট সেই ভিডিয়ো ক্লিপে দেখা গেল, পাকিস্তানি জওয়ানরা স্পিকারে বাজাচ্ছেন মুসেওয়ালার জনপ্রিয় বামবিহা বোলে গানটি। আর তাতেই কোমর নাচালেন ভারতীয় জওয়ানরা। ভারত-পাক সীমান্তের এই ছবি দেখে উচ্ছ্বসিত নেটাগরিকরা। পোস্ট শেয়ার করে তিনি লেখেন, ‘কাঁটাতার পেরিয়ে বাজছে মুসেওয়ালার সঙ্গীত। ভেদাভেদ ঘুচিয়ে সংযোগ স্থাপন।’
Sidhu’s songs playing across the border! bridging the divide! pic.twitter.com/E3cOwpdRvn
— HGS Dhaliwal (@hgsdhaliwalips) August 25, 2022
সোশ্যাল মিডিয়ায় ৩ লক্ষেরও উপর শেয়ার হয়েছে ভিডিয়োটি। কমেন্টে সেকশনে কেউ প্রয়াত গায়ককে শ্রদ্ধা জানিয়েছেন। কেউ আবার ভারত-পাক সম্প্রীতির কথা তুলে ধরেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



