আন্তর্জাতিক ডেস্ক : ভারত-বাংলাদেশ সীমান্তে হ ত্যা নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে ফের সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, প্রতিদিন বিজেপি ঝামেলা করছে, বিএসএফ গুলি চালাচ্ছে। আর গুলি চালানোর পরই তারা বলছে, ওই ব্যক্তি বাংলাদেশ থেকে এসেছিল, সেই জন্য গুলি ছুড়েছি।
এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, রাজ্য পুলিশ আইনশৃঙ্খলার বিষয়টি দেখে। সেক্ষেত্রে অনুপ্রবেশকারীকে কেন গ্রেপ্তার করে রাজ্য পুলিশের হাতে তুলে দেওয়া হয় না? কেন তাকে গুলি করে হ ত্যা করা হয়?
শুক্রবার রাজ্যটির আলিপুরদুয়ার জেলার তুফানগঞ্জে এক নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, সীমান্তে বিএসএফকে গুলি চালানোর অনুমতি কে দিয়েছে? তারা কেন অনুপ্রবেশকারীকে পুলিশের হাতে তুলে দেয় না? পুলিশ তদন্ত করে দেখত কী হয়েছে?
এমনকি সেনাবাহিনীর বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন মমতা ব্যানার্জি।
তিনি বলেন, আমরা সেনাবাহিনীর স্কুলকে খুব সম্মান করি। কিন্তু সেই স্কুলকেও বিজেপির হাতে তুলে দেওয়া হয়েছে। তারা কী শিখবে? ওরা ইতিহাস বদলে দিয়েছে, ওরা আম্বেদকর কে মানে না।
প্রসঙ্গত, বিএসএফ নিয়ে মমতার অভিযোগ এবারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে বিএসএফের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেন তিনি। গ্রামে ঢুকে স্থানীয়দের ওপর বিএসএফের অত্যাচারের অভিযোগও তুলেছিলেন মমতা।
আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় দেশের ১০২টি আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে- পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র। সেই বিষয়টি উল্লেখ করে এদিনের সভায় মুখ্যমন্ত্রী বলেন, ১৯ এপ্রিল কেন প্রথম দফার ভোট রাখা হয়েছে জানেন? কারণ ভোটের আগে দাঙ্গা বাঁধানোর একটা চেষ্টা করছে বিজেপি।
তিনি বলেন, সামনে আমাদের পহেলা বৈশাখ আছে, তার আগে ঈদ রয়েছে, রেড রোডে ওদের ঈদের নামাজে আমি অংশ নিই। এছাড়া সামনেই ১৬ এপ্রিল অন্নপূর্ণা পূজা, ১৭ এপ্রিল রামনবমী আছে। তাই ভোটের আগে দাঙ্গা বাঁধানোর একটা চেষ্টা চলছে। কিন্তু দাঙ্গা করে ভোট করার চেষ্টা করবেন না। তাহলে সরকার দাঙ্গা কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। দাঙ্গাকারীদের একজনকেও ছাড় দেওয়া হবে না।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel