আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সীমান্তে নিরাপত্তা জোরদার, ইউক্রেন যুদ্ধে নতুন করে অস্ত্র সরবরাহ, ইসরায়েলকে সহায়তাসহ বিভিন্ন খাতে বিশাল ব্যয়ের এক পরিকল্পনার অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট৷ তবে কট্টর রিপাবলিকানদের অবস্থান এই বিলের বিপক্ষ৷
রোববার ১১ হাজার ৮০০ কোটি ডলারের নতুন বিলের ঘোষণা দিয়েছেন মার্কিন সিনেটরেরা৷ সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি, ইউক্রেন ও ইসরাইলের সহায়তায় বিশাল এই তহবিল ব্যয় করতে পারবে প্রশাসন৷
কিন্তু তাতে বাইডেনের দুশ্চিন্তা কমছে না৷ কেননা কট্টর রিপাবলিকানদের বিরোধিতায় এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে৷
ডেমোক্রেট ও রিপাবলিকান দুই পক্ষের সিনেটরদের সমর্থনেই বিলটি পাস হয়েছে৷ এরমধ্যে দুই হাজার কোটি ডলার সীমান্তে নিরাপত্তা জোরদারে ব্যয় করবে সরকার৷ ছয় হাজার কোটি ডলার খরচ করা হবে ইউক্রেনের জন্য৷ আর ইসরাইলের নিরাপত্তা সহায়তার জন্য থাকছে এক হাজার ৪০০ কোটি ডলার৷
গাজা, পশ্চিম তীর ও ইউক্রেনের নাগরিকদের মানবিক সহায়তার জন্য এক হাজার কোটি ডলার ব্যয়ের প্রস্তাব রয়েছে৷ প্রেসিডেন্ট বাইডেন বলেছেন তিনি বিলটিকে জোর দিয়ে সমর্থন জানাচ্ছেন৷ এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমরা একটি দ্বিপক্ষীয় জাতীয় নিরাপত্তা চুক্তিতে চুক্তিতে পৌঁছেছি, যাতে কয়েক দশকের কঠোরতম ও ন্যায্য সীমান্ত সংস্কারের কথা রয়েছে৷’
সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর দৌড়ে থাকা ডোনাল্ড ট্রাম্পসহ কয়েকজন প্রভাবশালী রিপাবলিকান নেতা এই বিলের ঘোরবিরোধী৷
হাউস স্পিকার মাইক জনসন এরইমধ্যে জানিয়েছেন, বিলটি তার রিপাবলিকান নিয়ন্ত্রিত চেম্বারে উত্থাপন হওয়ামাত্রই এর মৃত্যু ঘটবে৷ যদিও সিনেটের শীর্ষ রিপাবলিকান নেতা মিচ ম্যাককোনেল প্রস্তাবটিকে স্বাগত জানিয়ে বলেছেন যে রিপাবলিকান প্রেসিডেন্টের অধীনেও রিপাবলিকানরা এর চেয়ে ভালো কিছু পাবেন না৷
সিনেটর কির্স্টেন সিনেমা বলেছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের সীমান্তকে নিরাপদ করার লক্ষ্যে আইনে পরিবর্তন আনা হয়েছে৷ প্রস্তাবে বলা হয়েছে, এক সপ্তাহ ধরে দৈনিক সীমান্ত পারাপার পাঁচ হাজার অতিক্রম করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্ত বন্ধ করে দিতে পারবে৷ বিলটিকে ‘সীমান্ত সঙ্কট মোকাবিলায়’ তার ‘জীবদ্দশার সবচেয়ে কঠোর সমাধান’ বলে অভিহিত করেছেন তিনি৷
অভিবাসন খাতে দুই হাজার কোটি ডলার বরাদ্দের কথা রয়েছে বিলে৷ আশ্রয় আবেদন প্রক্রিয়ার জন্য কয়েক হাজার কর্মী ও সীমান্তে নজরদারি বৃদ্ধি কয়েকশ নিরাপত্তারক্ষী নিয়োগের পরিকল্পনা করা হয়েছে৷
এছাড়া লোহিত সাগরে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ইউএস সেন্ট্রাল কমান্ডের জন্য ২৪৪ কোটি ডলার এবং ইন্দো প্যাসিফিকে মার্কিন অংশীদারদের সহায়তার জন্য ৪৮৩ কোটি ডলারের বিষয়টি রয়েছে বিলে৷
সূত্র : ডয়চে ভেলে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।