স্বপ্ন দেখতে আর পরিশ্রম করতে তো টাকা লাগে না : আরিফিন শুভ
বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। ‘অগ্নি’ ছবি করার পর বাহুতে সার্জারি করতে হয়, আর ‘মুসাফির’ ছবির করার সময় হয়েছে হাঁটুতে ইনজুরি এই অভিনেতার। আসছে ১৩ জানুয়ারি মুক্তির অপেক্ষায় তার ‘ব্ল্যাকওয়ার’ ছবি। এই ছবির শুটিংয়ে ব্যাথা পেয়েছেন পায়ে।’ বুধবার সমকালে এসে এভাবেই ঢাকাই ছবির আলোচিত নায়ক আরিফিন শুভ জানালেন সিনেমা করতে গিয়ে তার একের পর এক চোট পেয়েও পথচলার কথা।
‘ব্ল্যাকওয়ার’ ছবিটি মূলত এর আগে মুক্তি পাওয়া ‘মিশন এক্সট্রিম’ ছবির দ্বিতীয় পার্ট। এই ছবিতে অভিনয় করতে গিয়ে ঢালিউডের কোনো নায়ক প্রথম সিক্সপ্যাক বডি বানিয়েছেন।
শুভ বলেন, ‘এই সিনেমার জন্য আমি শারীরিক ও মানসিক যে শ্রম দিয়েছি, সেটা আমার দৃষ্টিতে সর্বোচ্চ। এই সিনেমার জন্য পায়ের ইনজুরি হয়েছে, যা আমি এখনো বয়ে বেড়াচ্ছি। যতদিন বাঁচবো ততদিন হয়তো সেটা বইতে হবে। আমি দর্শকদের বলব, এতদিন বাইরের দেশের ছবির জন্য এমন পরিশ্রম দেখেছেন এবার মেইড ইন বাংলাদেশের পরিশ্রমটা দেখুন।’
কীভাবে এতোটা পরিশ্রম করলেন- এমন প্রশ্নের উত্তরে শুভ বলেন, ‘আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু চেষ্টা আর পরিশ্রম করতে তো টাকা লাগে না। তাই এটা করতে পেরেছি।’
‘ব্ল্যাকওয়ার’ যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার।
এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান সওদাগর প্রমুখ।
২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’ ছবির প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হয়।
বিলাসবহুল জীবনযাপনে মুকেশ আম্বানিও হার মানবে এই অভিনেতার কাছে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।