অর্থনীতি ডেস্ক : বর্তমানে সুইজারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ ৭০০ মিলিয়ন ডলার। এটিকে ১ হাজার মিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মনে করছেন সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট নকিব খান।
সম্প্রতি নকিব খান এক সংবাদ সম্মেলনে জানান, আমাদের শুধু পোশাক খাত নির্ভর হলে হবে না। ওখানকার বিনিয়োগকারীদের ইকোপার্কসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের জন্য উৎসাহিত করতে পারি।
তিনি বলেন, সুইজারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ আরও ৩০০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় আড়াই হাজার কোটি টাকা উন্নীত করা গেলে সুইজারল্যান্ডের সঙ্গে সুইসদের সাথে আমাদের বাণিজ্যের পরিমাণ দাঁড়াবে ১ হাজার মিলিয়ন ডলার।
তিনি বলেন, বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে আগামী বছরের এপ্রিলে সুইজারল্যান্ডের বেসেল শহরে অনুষ্ঠিত হবে ‘সুইস-বাংলাদেশ এক্সপো ২০২০’। ১৪-১৫ এপ্রিল অনুষ্ঠেয় এ এক্সপোয় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শনের সুযোগ পাবে। সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ এক্সপোর আয়োজন করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট নকিব খান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ঢাকায় সুইজারল্যান্ড দূতাবাসের রাজনীতি, অর্থনীতি ও সাংস্কৃতিকবিষয়ক প্রধান পরামর্শক থমাস বাউমগার্টনার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।