আন্তর্জাতিক ডেস্ক : ফের ভারতীয় অ্যাকাউন্টধারী ব্যক্তিদের নাম প্রকাশ করল সুইস ব্যাঙ্ক। এই নিয়ে চতুর্থবারের জন্য সুইস ব্যাঙ্কের তরফে ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা ভারতীয়দের নামের তালিকা প্রকাশ করা হল। জানা যাচ্ছে, Annual Automatic Information Exchange এর আওতায় এই নাম পেয়েছে ভারত। যে ভারতীয় নাগরিকদের সুইস ব্যাঙ্কে প্রচুর পরিমাণে অর্থ রয়েছে তাঁদের নাম এই তালিকায় প্রকাশ করা হয়েছে। রিপোর্ট মোতাবেক, সুইজারল্যান্ড ১০১টি দেশের প্রায় ৩৪ লাখ আর্থিক অ্যাকাউন্টের তথ্য শেয়ার করছে।
সংবাদ সংস্থার তথ্য মোতাবেক সুইস ব্যাঙ্কের তরফে যে ব্যক্তিদের নামের তালিকা চতুর্থ বারের জন্য শেয়ার করা হয়েছে, সেখানে কয়েক’শ ব্যক্তির নামের এই তালিকা পাঠানো হয়েছে। এই তালিকায় যে শুধুমাত্র ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে, তাই না কর্পোরেট এবং ট্রাস্টের সঙ্গে যুক্ত এমন একাধিক অ্যাকাউন্ট এই তালিকায় জায়গা পেয়েছে। রিপোর্ট মোতাবেক, Swiss Bank এর তরফে মোট ৩৪ লাখ অ্যাকাউন্টের তথ্য ১০১ টি দেশের সঙ্গে শেয়ার করা হয়েছে।
ভারতের সঙ্গে যে অ্যাকাউন্টের তথ্যগুলি শেয়ার করা হয়েছে, সেগুলির সবকটিতে যে কালো টাকা রয়েছে একথা জোর দিয়ে বলা যাবে না। কারণ, সুইস ব্যাঙ্কে টাকা থাকলেই যে তা কালো টাকা হবে, এ ধারণা ভ্রান্ত। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, সুইস ব্যাঙ্কের এই অ্যাকাউন্টগুলি ট্যাক্স বাঁচানোর উদ্দেশেই খোলা হয়েছে।
সতর্ক রয়েছে আয়কর দফতর
সূত্রের দাবি করে, একাধিক রিপোর্টের বলা হয়েছে, সুইস ব্যাঙ্ক থেকে প্রাপ্ত এই ব্যাঙ্কিং ডেটা মানি লন্ডারিং, নাশকতার কাজে অর্থ জোগাতেও ব্যবহার করা হত কিনা সে বিষয়ে তদন্ত করবে। এবার এই অ্যাকাউন্টগুলির উপর নজরদারি করতে পারে আয়কর বিভাগ।
এর আগেও এসেছে Swiss Bank-এর তরফে তথ্য
এই প্রথম যে সুইস ব্যাঙ্কের তরফে এই ডেটা শেয়ার করা হল এমন মোটেই নয়। ২০১৯ সালের সেপ্টেম্বরে AEOI-এর আওতায় সুইৎজারল্যান্ড থেকে অ্যাকাউন্টের একাধিক তথ্য হাতে পেয়েছিল কেন্দ্র। তখন মোট ৭৫টি দেশের সঙ্গে এই তথ্য শেয়ার করেছিল Swiss Bank।
সুইস ব্যাঙ্কে ১ লাখ নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে
সুইস ব্যাঙ্কের তরফে জানানো এই এক বছরে প্রায় ১ লাখ নতুন অ্যাকাউন্ট সুইস ব্যাঙ্কে খোলা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, Swiss Bank-এর তরফে যে তথ্য শেয়ার করা হয়েছে তাতে অ্যাকাউন্টধারীদের নাম, ঠিকানা ইত্যাদিও শেয়ার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।