আন্তর্জাতিক ডেস্ক : তিন সেক্টরে বিদেশি কর্মীদের নিয়োগ দেবে মালয়েশিয়া। নির্মাণ, বৃক্ষরোপণ ও কৃষিখাত বাদে স্থানীয়দের নিয়োগ দেয়া হবে।
মালয়েশিয়ার উপ-মানবসম্পদ মন্ত্রী আভাং হাশিম সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে বিদেশি শ্রমিক নিয়োগ বন্ধ রয়েছে। সরকার পরের বছর নির্মাণ, কৃষি ও বৃক্ষরোপণ খাতকে বিদেশি শ্রমিক নিয়োগের অনুমতি দেয়ার বিষয়ে বিবেচনা করবে।
এদিকে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন) জানিয়েছে, অস্থায়ী ওয়ার্কিং ভিজিট পাস (পিএলকেএস) অভিবাসী শ্রমিক হিসেবে ১ দশমিক ৫৪ মিলিয়নেরও বেশি বিদেশি কর্মী বৈধভাবে দেশটিতে নিবন্ধিত হয়ে কাজ করছে। তবে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী কী পরিমাণ রয়েছে তার সঠিক পরিসংখ্যান সরকারের কাছে নেই।
অভিবাসন বিভাগের অধীনে ডিটেনশন ক্যাম্পে মোট ১৫ হাজার ৫৩১ জন অবৈধ অভিবাসী আটক রয়েছেন। এই সংখ্যার মধ্যে মোট ৭৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের সবাইকে চিকিৎসা দেয়া হয়েছে।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool