জুমবাংলা ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৯৭ জন নিবন্ধনধারী শিক্ষককে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে হাইকোর্টের দেয়া নির্দেশনার রায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) দপ্তরে পাঠানো হয়েছে।
গত ৮ মার্চ দেয়া নির্দেশনায় নিবন্ধনধারীদের নিয়োগের বিষয়ে হাইকোর্টের রায় যথাযথভাবে বাস্তবায়ন করতে বলেছেন আদালত। এতে ১৫ দিনের মধ্যে নিয়োগের সুপারিশ করতে আদেশ দেন আদালত। বুধবার (২৪ মার্চ) এটি প্রকাশ করা হয়েছে।
এ নির্দেশনার ফলে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদেরকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদে নিয়োগের সুপারিশ করতে আর কোনো বাধা নেই। বিষয়টি আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া।
জানা গেছে, নিবন্ধনধারী এই এক হাজার ৯৭ জন শিক্ষক ১ম থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ। তবে সংক্ষুব্ধের সংখ্যা ছিল প্রায় ১৬ হাজার। তাদের মধ্যে বেশ কিছু শিক্ষক আগেই নিয়োগ পেয়েছিলেন। বাকিদের সুপারিশ না করে ঝুলিয়ে রাখায় বঞ্চিতদের পক্ষে এনটিআরসিএ এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।