জুমবাংলা ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এবং জাতির পিতাই নন, বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি হয়ে উঠেছিলেন বিশ্বের নিপীড়িত, নির্যাতিত ও মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস।
গতকাল (২৯ আগস্ট) সুদানের দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের এলফেশার সুপার ক্যাম্পে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধনকালে দারফুর মিশনের চিফ সার্ভিস ডেলিভারি অফিসার ব্রিগেডিয়ার জেনারেল প্রেমজিৎ সিং এই মন্তব্য করেন।
জেনারেল সিং তার বক্তব্যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, বর্তমানে বৈশ্বিক করোনা মোকাবিলায় বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে।
মুজিব বর্ষ উপলক্ষে এলফেশার সুপার ক্যাম্পে বঙ্গবন্ধু কর্নারটি স্থাপন করে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট।
দারফুরে কর্মরত বাংলাদেশ ফর্মড পুলিশের অপারেশন অফিসার মাসুক মিয়া পিপিএম জানান, বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর দূর্লভ ১০৫ টি ছবি, ৫ টি ভিডিও, ইংরেজি ভাষায় অনূদিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্বলিত বই স্থান পেয়েছে।
বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডার আব্দুল হালিম জানান, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে বহির্বিশ্বে তুলে ধরার চেষ্টা করেছি। এর অংশ হিসেবে এই বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হলো।’
দর্শনার্থীরা স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন স্থানীয় সময় সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।