আন্তর্জাতিক ডেস্ক : সুদানে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক চালুর জন্য ইলন মাস্ককে চাপ দিতে এক ডজনের বেশি দেশে এক্স (টুইটার) প্ল্যাটফর্মের সার্ভার ডাউন করেছে একদল হ্যাকার। প্ল্যাটফর্মটি দুই ঘণ্টার বেশি সময় অফলাইনে ছিল বলে বিবিসি জানিয়েছে।
বিবিসি বলছে, ‘অ্যানোনিমাস সুদান’ নামে হ্যাকার গ্রুপ গত মঙ্গলবার সকালে এক্স প্ল্যাটফর্ম হ্যাক করে। এর ফলে হাজার হাজার ব্যবহারকারী আক্রান্ত হয়। টেলিগ্রামে এক মেসেজের মাধ্যমে তাঁরা সুদানে স্ট্রারলিংকের পরিষেবা চালু করার দাবি জানায়।
টেলিগ্রাম বার্তায় বলা হয়, ‘ইলন মাস্কের কাছে আমাদের বার্তা পৌঁছে দাও: সুদানে স্টারলিংক চালু কর।’
‘সুদান ও ইসলামের কল্যাণে’র অজুহাতে এক্স প্ল্যাটফর্ম এই গ্রুপের সর্বশেষ হ্যাকিংয়ের শিকার হলো বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
কেন এবং কীভাবে হ্যাক করা হলো তা নিয়ে হ্যাকারদের সঙ্গে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে বিবিসির প্রতিনিধিরা কয়েক সপ্তাহ ধরে আলোচনা চালায়।
ক্রাশ নামের হ্যাকিং গ্রুপের এক সদস্য বিবিসিকে বলেন, ‘এক্স প্ল্যাটফর্মটি অফলাইনে নেওয়ার জন্য তাঁরা কৃত্রিমভাবে সার্ভারে ব্যাপক ট্রাফিক সৃষ্টি করে। এমন ভোঁতা ও তুলনামূলক সহজ হ্যাকিং পদ্ধতির জন্য এই গ্রুপ সুপরিচিত।’
ট্র্যাকিং সাইট ডাউনডিটেক্টর বলছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রায় ২০ হাজার ব্যবহারকারী বিভ্রাটের কথা জানিয়েছে। তবে অফলাইনে যাওয়া ব্যবহারকারীর সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে।
হুফা নামে হ্যাকিং গ্রুপটির আরেক সদস্য বলছে, গৃহযুদ্ধের কারণে সুদানের ইন্টারনেট সেবা খুবই খারাপ। প্রায়ই সেবা একেবারে বন্ধ হয়ে যায়। এই বিষয়ে সচেতনতা তৈরি করতেই ডি–ডস (ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অব সার্ভিস) সাইবার হামলা চালানো হয়।
তবে ঘটনাটির সত্যতা স্বীকার করেনি এক্স এবং মাস্কও সুদানে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।
‘অ্যানোনিমাস সুদান’ হ্যাকিং গ্রুপ কে?
অ্যানোনিমাস সুদান নামে হ্যাকিং গ্রুপকে রাশিয়ার সাইবার–সামরিক ইউনিটের ছদ্মবেশ বলে অভিযোগ করেন বিশ্বের বিভিন্ন সাইবার–নিরাপত্তা সংস্থা। ক্রেমলিনের হয়ে বিদেশি হ্যাকার গ্রুপের ছদ্মবেশ নিয়ে এই গ্রুপ বহু সাইবার বিভ্রাটের জন্য দায়ী।
অনলাইনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সমর্থন ও দেশটির অন্যান্য হ্যাকিং গ্রুপের মতাদর্শের সঙ্গে মিল থেকে এই তত্ত্বের জন্ম হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
যদিও গ্রুপটি সব সময় এই অভিযোগ অস্বীকার করে আসছে। এই গ্রুপের সুদানে অবস্থানের বিষয়ে প্রথমবারের মতো হ্যাকাররা বিবিসির কাছে প্রমাণ দিয়েছে।
ক্রাশ নামে এক সদস্য এই গ্রুপের প্রধান মুখপাত্র। তিনি লাইভ লোকেশন টেলিগ্রামে শেয়ার করেছেন। তাঁর সঙ্গে হুফাও সুদানের পাসপোর্টসহ এমনসব স্ক্রিনশট শেয়ার করেছেন, যাতে তাঁদের সুদানে অবস্থানের প্রমাণ মেলে।
তবে এই প্রমাণগুলো যে নকল হতে পারে না তা নয়। কিন্তু বিবিসি ও সাইবার নিরাপত্তা গবেষক ইন্টেল ককটেইল বলছে, গ্রুপটির সঙ্গে কয়েক সপ্তাহ ধরে আলোচনায় এমন কিছু পাওয়া যায়নি, যাতে হ্যাকারদের মিথ্যা বলার প্রমাণ মেলে।
গত জুন মাসে এই হ্যাকিং গ্রুপ রুশ ভাড়াটে সেনা দল ভাগনার বাহিনীর চলমান বিদ্রোহের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে রুশ সরকারের পক্ষে বার্তা পোস্ট করে। এ বিষয়ে ক্রাশ বলেন, তাদের দেশেও ‘এমন ঘটনা ঘটেছে, যখন রাশিয়া তাদের পক্ষে অবস্থান নিয়েছে’, তাই তারা বার্তা প্রকাশ করেছেন।
তাঁর দাবি, সুদানের ‘অল্প সংখ্যক’ হ্যাকার নিয়ে তাদের গ্রুপটি তৈরি। দেশের ইন্টারনেট সেবা বাজে হওয়ার পরও তাঁরা সাইবার হামলা চালাতে সক্ষম হয়েছেন।
গত জানুয়ারিতে এই গ্রুপ প্রকাশ্যে আসার পর থেকে ফ্রান্স, নাইজেরিয়া, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা ও সরকারি ওয়েব পরিষেবায় সফল ব্যঘাত ঘটিয়েছে।
‘অ্যানোনিমাস সুদান’ গ্রুপ গত মাসে কেনিয়ায় সাইবার হামলা চালায়। তাদের দাবি, কেনিয়ার সরকার সুদানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। এসব হামলার একটিতে ইসিটিজেন পোর্টাল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই পোর্টাল দেশটির জনগণকে ৫ হাজারেও বেশি পরিষেবা ব্যবহারে সাহায্য করে।
এই গ্রুপ বিভিন্ন হাসপাতালে সাইবার হামলা চালিয়েও ব্যর্থ হয়। গ্রুপটি ‘সত্য, ইসলাম ও সুদানকে রক্ষায়’ কাজ করছে বলে দাবি করে। কিন্তু সর্বশেষ দুই সাইবার হামলায় বিটকয়েন হাতিয়ে নেওয়ার চেষ্টা চালায়। তারা অনলি ফ্যানস, টাম্বলার ও রেডিটের মতো ওয়েবসাইটকেও হ্যাকিংয়ের জন্য ‘টার্গেট’ করেছে।
গত জুনে আমেরিকার সংস্থাগুলির ওপর সাইবার হামলার সরকারি সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের সাইবার কর্তৃপক্ষ। সতর্কাবার্তায় বলা হয়, এসব হামলায় প্রতিষ্ঠানের সময় ও অর্থের অপচয় যেমন হয়, তেমনি সুনামও নষ্ট হয়।
একই মাসেই মাইক্রোসফট কোম্পানির আউটলুক ও ওয়ানড্রাইভের সেবায় বিঘ্ন ঘটিয়েছে ‘অ্যানোনিমাস সুদান’। এটাই এই গ্রুপের সবচেয়ে বড় ধরনের হামলা। এর ফলে কোম্পানিটি গ্রাহকদের সতর্ক রাখতে কিছু নির্দেশনা জারি করে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel