জুমবাংলা ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত সুদানের অবস্থা অবনতি হওয়ায় আরো ৮০ জন দেশে ফিরেছেন। সোমবার পর্যন্ত আরো ৭৯ জন বাংলাদেশির দেশে ফেরার কথা রয়েছে। সরকারের উদ্যোগে তাদের ফিরিয়ে আনা হচ্ছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সুদানে অবনতিশীল পরিস্থতির কারণে ঐ দেশে অবস্থানরত সব বাংলাদেশিকে ফিরে আসার পরামর্শ দেয় বাংলাদেশ সরকার। এর পরিপ্রেক্ষিতে গত ১২ মে পর্যন্ত ৭২১ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গত ২৭ জুন আরো বাংলাদেশিকে ফিরিয়ে আনার উদ্যোগের কথা জানান। তিনি বলেন, দেশে ফিরতে আর কেউ আগ্রহী না থাকায় বাংলাদেশ উদ্ধার ক্যাম্প বন্ধ করে।
কিন্তু এর পরপরই পোর্ট সুদানে অনেক বাংলাদেশি জড়ো হতে শুরু করে। খার্তুমের পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় কয়েক দিনের মধ্যে এ সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়। লোহিত সাগরের তীরে খোলা আকাশের নিচে তাদের রাত কাটে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সুদান থেকে বাংলাদেশ কনস্যুলেট ঐ বাংলাদেশিদের ফিরিয়ে আনার কথা বিবেচনার অনুরোধ জানালে সরকার তা অনুমোদন দেয়।
জেদ্দার কোনো ফ্লাইট না থাকায় বদর এয়ারলাইন্সে দোহা যাওয়ার নতুন রুটে তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম ফ্লাইটে গত শুক্রবার ৮০ জন বাংলাদেশিকে সুদান থেকে দোহায় আনা হয়। এরপর তাদের ঢাকায় আনা হয়েছে। আরো ৭৯ জন বাংলাদেশি যাত্রীর একইভাবে সুদান ছেড়ে আসার কথা।
সুদানে গত ১৫ এপ্রিল নতুন করে সংঘাত দেখা দেয়।
হজের নিরাপত্তাকর্মীদের হাতে ১৭ হাজারের বেশি হজযাত্রী গ্রেপ্তার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।