জুমবাংলা ডেস্ক : সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে তিন দস্যু নিহত হওয়ার কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। খবর ইউএনবি’র।
তারা হলেন- সাতক্ষীরার হরদহ এলাকার মো. লুৎফরের ছেলে শরিফুল ইসলাম (২৪), আশাশুনি উপজেলার বসুখালীর মৃত জামাত আলীর ছেলে হাবিবুর রহমান (২৪) ও অজ্ঞাত একজন (২৫)।
এসময় আরও দুই দস্যু ও দুই জেলেকে উদ্ধার করা হয়েছে জানিয়ে র্যাব বলছে, তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র, ৩৩ রাউণ্ড গুলি, দেশি অস্ত্র, দস্যুতায় ব্যবহার্য অন্যান্য মালামাল ও ট্রলার জব্দ করা হয়েছে।
রবিবার খুলনার র্যাব ৬ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৫ জুন রাত থেকে ২৮ জুন ভোর পর্যন্ত সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মামদো নদী, মালঞ্চ নদী, খোপড়াখালী নদী ও ফিরিঙ্গি নদী এলাকায় অভিযান চালায় র্যাব।
র্যাব মহাপরিচালক বলেন, ‘সুন্দরবনে নতুন করে দস্যুতায় নামার চেষ্টা করলে তাদের পরিনতি এ রকম হবে। আমাদের গোয়েন্দা নজরদারির হাত থেকে কেউ পার পাবেনা।’
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, র্যাব-৬ অধিনায়ক লেফট্যানান্ট কর্নেল রওসানুল ফিরোজসহ অন্যন্যা কর্মকর্তারা প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।