বিনোদন ডেস্ক: শিশুশিল্পী হিসেবে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। এরইমধ্যে সিনেমা জগতেও পা রেখেছেন। তার পরিপূর্ণতা এসেছে সাজগোজ ও স্কিন কেয়ারেও।
খুব সাধারণ সাজগোজ করতে পছন্দ করেন এই অভিনেত্রী। চোখে পড়ার মতো কোনো জামাও পরেন না। সুন্দর ত্বকের জন্যও দীঘি বেশ পরিচিত।
নিজের ত্বকের রহস্য সম্পর্কে দীঘি বলেন, আমার যদি সময় বা ধৈর্য থাকতো তাহলে আমি ত্বকের যত্নে বেশি সময় দিতাম।
রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকের যত্ন নেওয়াটা খুব জরুরি মনে করি। যখন ঘুমাতে যাই তখন সুন্দরভাবে নিঃশ্বাস নিচ্ছি ও ঘুমাচ্ছি। আমার শরীর একটা প্রশান্তি নিয়ে বিশ্রাম নিচ্ছে।
এভাবে আমার ত্বকটাও যেন সুন্দরভাবে বিশ্রাম নিতে পারে সেদিকে খেয়াল রাখি। কাজে ব্যস্ত থাকলেও চেষ্টা করি ত্বকের বিশেষ যত্ন নিতে।
আসন্ন ঈদকে সামনে রেখে নিজের পরিকল্পনাও সাজিয়ে রেখেছেন দীঘি।
এ প্রসঙ্গে নায়িকা বলেন, সকালে গরুর মাংস কাটা। এরপর বণ্টন করা শেষ হলে তা রান্না করা।
বাসা গোছানো শেষে সুন্দর করে সাজা অনেক কঠিন। তাই ঈদের মেকআপ নেয়া হয় বিকাল ৩টার পরে। এবার যেহেতু বেশি গরম পড়েছে, তাই হালকা মেকআপ থাকবে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.