Advertisement
জুমবাংলা ডেস্ক : সুপ্রিম কোর্টের সামনের সড়কে অবস্থান নিয়ে খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা।
এসময় তাদের বিক্ষোভে বাধা দেয় পুলিশ। পরবর্তিতে অ্যাকশনে যায় পুলিশ। পরে বিক্ষোভকারীরা রাস্তায় থাকা একাধিক গাড়ি ভাঙচুর করে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে।
পুলিশ জানায়, বিক্ষোভকারীদের সরিয়ে দিতে চাইলে তারা রাস্তার থাকা একাধিক গাড়ি ভাঙচুর করে। এসময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
রমনা থানার এসআই খালেদ আনোয়ার বলেন, সুপ্রিম কোর্টের সামনে বিএনপি বিক্ষোভ মিছিলের নামে ভাঙচুর করেছে। সেখান থেকে কাউকে আটক করা হয়নি। পুলিশ মোতায়েন আছে। তারা বিষয়টা পর্যবেক্ষণ করছেন বলে জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।