স্পোর্টস ডেস্ক: ২০১৬ থেকেই আইপিএলের নিয়মিত মুখ মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালসের পর টাইগার পেসারের বর্তমান ঠিকানা দিল্লি ক্যাপিটালস। অবশ্য আগের আসরেও তিনি ওই দলের হয়ে খেলেছেন। তবে এবার টানা তিন ম্যাচে হারলেও, দিল্লির একাদশে এখনও সুযোগ মেলেনি বাঁহাতি পেসারের। অথচ অনেকটা তড়িঘড়ি করেই বাংলাদেশ থেকে বিশেষ চার্টার্ড বিমানে দিল্লি মুস্তাফিজকে উড়িয়ে নিয়েছিল।
গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষেও সেরা একাদশ ও ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকাতেও জায়গা পাননি মুস্তাফিজ। কাটার মাস্টারকে ছাড়া খেলতে নেমে রাজস্থানের কাছে পাত্তাই পায়নি দিল্লি। রাজস্থানের কাছে ৫৭ রানে হেরেছে তারা।
দিল্লির একাদশে জায়গা না পেলেও তাদের ফেসবুক পেইজে নিয়মিত মুস্তাফিজ। আদতে দিল্লির বেঞ্চ গরম করতে হচ্ছে বাংলাদেশের বাঁহাতি পেসারকে। দিল্লির এমন আচরণে বেশ ক্ষুব্ধ বাংলাদেশি সমর্থকরা। সমর্থকেরা মনে করছেন, দিল্লি বাংলাদেশের আবেগ নিয়ে খেলছেন। তাই বাংলাদেশের ফ্যানব্যাজ কাজে লাগিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের খেলায় নেওয়ার চেয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর রিচ বাড়ানো এবং তাদের টিআরপি বৃদ্ধিতেই বেশি মনোযোগ। এতে তারা সামাজিক মাধ্যমে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে!
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, এভাবে উপেক্ষার পাত্র হতে হতে মুস্তাফিজ যদি একটি ম্যাচও খেলতে না পারেন? তাহলে কি টাকা পাবেন মুস্তাফিজ?
আইপিএলের প্লেয়ার্স কন্ট্রাক্ট অনুযায়ী, কোনো ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করলে, সেই ক্রিকেটার যদি পুরো মৌসুমে একটি ম্যাচও না খেলে এবং দলের সঙ্গে থাকে সেক্ষেত্রে চুক্তির পূর্ণ অর্থই পাবেন। মুস্তাফিজ যদি পুরো আসরে কোনো ম্যাচ নাও খেলেন, তিনি পুরো ২ কোটি রুপিই পাবেন।
আগে থেকেই সরে দাঁড়ানোয় সাকিব কেকেআর থেকে কোনো টাকা পাবেন না। লিটনকেও খুব বেশি ম্যাচে পাচ্ছে না কলকাতা। ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাবেন লিটনও। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী যে কয় ম্যাচে দলের সঙ্গে থাকবেন তত ম্যাচের জন্য অর্থ পাবেন লিটন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।