বিনোদন ডেস্ক: প্রাণঘাতী ক’রোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর গত জানুয়ারি মাসের শুরুতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এদিন সকালে দুঃসংবাদটি প্রথম জানান লতা মঙ্গেশকরের বোন ঊষা মঙ্গেশকর। তিনি গণমাধ্যমকে বলেন, ‘দিদি আর নেই। আজ সকালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’
দীর্ঘ প্রায় একমাস ধরে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সুর সম্রাজ্ঞী ‘ভারতের নাইটিঙ্গল’। তাঁর চিকিৎসায় দিনরাত করে করে দিয়েছিলেন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক ডা. প্রতীত সামদানি। লতা মঙ্গেশকরের স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত আপডেট নিয়মিত সকলকে জানিয়ে এসেছেন তিনি।
ডা. প্রতীত সামদানি আজ সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি, আজ সকাল ৮টা ১২ মিনিটে লতা মঙ্গেশকরজির জীবনবসান হয়েছে। মাল্টি অর্গান ফেলিওরের জেরেই তাঁর মৃত্যু হয়েছে।’
কিংবদনন্তী শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী শোক প্রকাশ করে লিখেছেন, ‘হরেক রকমের অনুভূতির গান গেয়ে আমাদের সমৃদ্ধ করেছিলেন লতা মঙ্গেশকর কয়েক যুগ ধরে তিনি ভারতীয় চলচ্চিত্রের ধারা পরিবর্তনের সাক্ষী ছিলেন।’
ভারতের ইউনিয়ন মন্ত্রী নিতিন গড়করি একটি টুইট বার্তায় শোক জানিয়ে লিখেছেন, ‘দেশের রত্ন, সংগীত দুনিয়ার রানী, ভারত রত্ন লতা মঙ্গেশকরজীর মৃত্যু খুবই দুঃখজনক। তার বিদেহী আত্মার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। সঙ্গীতপ্রেমীদের জন্য তিনি ছিলেন এক অনুপ্রেরণা।’
সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ছিলেন এমন একজন কিংবদন্তীর প্লেব্যাক গায়িকা, যিনি ভারতের চলচ্চিত্র জগতের সঙ্গীতকে অন্যরকম এক মাত্রা এনে দিয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।