বিনোদন ডেস্ক : রিয়া চক্রবর্তীর নামের সঙ্গে জড়িয়েছে একাধিক তারকার নাম। কখনো সামনে এসেছে মহেশ ভাটের নাম, কখনো সামনে উঠে এসেছে বিভিন্ন মহলের তারকার নাম। তবে খুব একটা প্রকাশ্যে আসেনি আদিত্য রায় কাপুরের নাম। কিন্তু এক সময় তারাও জড়িয়েছিলেন সম্পর্কে।
সুশান্ত সিং রাজপুতের আগেও রিয়ার জীবনে এসেছিল বলিউড তারকা আদিত্য রায় কাপুর। যদিও প্রকাশ্যে সেই সম্পর্কের কথা রিয়া চক্রবর্তীর স্বীকার না করলেও পরবর্তীতে স্পষ্ট হয়েছিল তাদের আচরণে।
একই সঙ্গে একাধিক জায়গায় দেখা যেতো এই জুটিকে। তারা দাবি করতেন দু’জনেই খুব ভালো বন্ধু। তবে পরবর্তীতে আদিত্য রায় কাপুরের জীবনে আসে শ্রদ্ধা কাপুর। আশিকি-২ ছবির সেটে তারা একে অন্যের কাছে আসে।
এমন খবর পাওয়া মাত্রই বেজায় খেপে যান রিয়া চক্রবর্তী। তার হাতে তখন বেশ কয়েকটি ছবির প্রস্তাব। রিয়ার শর্ত ছিল তিনি কোনো লিপকিস করবেন না। তবে সেই দৃশ্যে দেখা যায় রিয়াকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।