জুমবাংলা ডেস্ক: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ’ হবে যেখানে জনগণ ‘শান্তিপূর্ণ ও উৎসবমুখর’ পরিবেশে’ ভোট দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। খবর ইউএনবি’র।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া অর্থাৎ ব্রেক্সিট নিয়ে বৃহস্পতিবার নিজ বাসভবনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এখানকার কূটনৈতিক সহকর্মীদের সাথে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং কিভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় তা পর্যবেক্ষণ করার কথা জানান ব্রিটিশ হাইকমিশনার।
আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড গুরুত্বপূর্ণ উল্লেখ করে রবার্ট ডিকসন জানান, দুই সিটি করপোরেশনের চার মেয়র প্রার্থীর সাথেই তিনি সাক্ষাত করেছেন এবং নির্বাচন কমিশনের সাথে আলোচনা হয়েছে।
নির্বাচন সহিংসতা মুক্ত থাকবে বলে আশাপ্রকাশ করে তিনি আরও বলেন, বাংলাদেশসহ বিশ্বের কোনো স্থানেই সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হওয়া উচিত নয়।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, মানুষের সাথে কথা বলা এবং দেশে কি চলছে তা জানা কূটনীতিকদের দায়িত্ব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।