সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ।

বুধবার (০৮ ডিসেম্বর) বিকেলে জেলার সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সাটুরিয়া উপজেলার সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ আরোও বলেন, কেউ নির্বাচনী আচরণবিধি অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রার্থীর সহযোগিতা কামনা করি।
এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান (পিপিএম) বলেন, যেকোন মূল্যে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার ব্যাপারে জেলা পুলিশ বদ্ধ পরিকর। কোন অবস্থাতেই কাউকে প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবে না। যারা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করবে তাদের কঠোরভাবে দমন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী এএফএম তৈয়াবুর রহমানের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. লুতফার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোজোয়ানা কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খলিলুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সেলিম জাহান প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার ৯টি ইউনিয়নের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অংশ গ্রহণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


