Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: সুয়েজ খাল থেকে আয় বৃদ্ধি পেয়েছে মিশরের। গত চার মাসে এই খাল থেকে ২.১ বিলিয়ন ডলার আয় করেছে দেশটি। যা গত বছরের একই সময়ের থেকে ২৩.৫ শতাংশ বেশি। তাছাড়া ইতিহাসেও কখনো ৪ মাস সময়ের মধ্যে এত বেশি আয় করা যায়নি সুয়েজ থেকে। এ খবর দিয়েছে আরব নিউজ।
খবরে জানানো হয়, গত আগস্ট সুয়েজ থেকে এক মাসের হিসেবে রেকর্ড অর্থ আয় করে মিশর। মাত্র ৩০ দিনেই ৭৪৪.৮ মিলিয়ন ডলার আয় করেছিল দেশটি। শুক্রবার মিশরের প্রধানমন্ত্রীর তথ্যকেন্দ্র থেকে এই হিসাব প্রকাশ করা হয়। জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে মোট ৬ হাজার ২৫২ জাহাজ সুয়েজ অতিক্রম করেছে।
পরিবহন করা হয়েছে ৩৭৩ মিলিয়ন টনের পণ্য। সেপ্টেম্বরে আয় ২২ শতাংশ বেড়ে দাড়ায় ৬৮৩.২ মিলিয়ন ডলারে।
জানা গেছে, গত বছরের তুলনায় খালটি দিয়ে জাহাজ চলাচল বেড়েছে ৯.১ শতাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।