Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
অন্যরকম খবর

সূর্যাস্ত হলেই নাচ-গানে মেতে থাকত বজরা, কিন্তু তারা ছিল ক্যাপোনের স্বর্গ

rskaligonjnewsJanuary 24, 2023Updated:January 24, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক: এক সময় সূর্যাস্ত হলেই নাচ-গানে মেতে থাকত ঐ বজরা। সেই সঙ্গে চলত মদের ফোয়ারা। সঙ্গীদের নিয়ে হুল্লোড়ে মেতে থাকতেন আমেরিকার গ্যাংস্টার আর ক্যাপোন। সবটাই হত আইনের চোখ এড়িয়ে। বলা হত, ঐ বজরা ছিল ক্যাপোনের স্বর্গ।

জাহাজ

আচমকাই হ্রদের পানিতে ডুবে গিয়েছিল সেই চর্চিত বজরা। যার নাম ‘দ্য কেউকা’। যে সময় ঐ বজরায় মোচ্ছব করতেন গ্যাংস্টার, সেই সময় আমেরিকায় ‘প্রহিবেশন এরা’ (নিষেধাজ্ঞার যুগ) চলছিল। মদ কেনা, আমদানি সব নিষিদ্ধ ছিল। তবে সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই ঐ বজরায় মোচ্ছব করতেন গ্যাংস্টার।

১৮৮৯ সালে তৈরি করা হয়েছিল ঐ বজরা। ১৯২৮ সালে সেই বজরার মালিকানা বদল হয়। আর তারপরই ভাসমান নাচের হলে রূপান্তরিত হয় বজরা। সেখানে তৈরি করা হয় একটি পানশালা। রোজ রাতে সেখানে নাচ-গানের আসর বসত। জুয়াখেলাও চলত বলে দাবি করেছেন কেউ কেউ। ১৯২৯ সাল থেকে ঐ বজরায় নিয়মিত যেতেন গ্যাংস্টার ক্যাপোন। ১৯৩২ সালে মিশিগানের লেক শার্লেভক্সে আচমকাই ডুবে গিয়েছিল ঐ বজরা। কিন্তু কীভাবে ডুবল? সেই রহস্যের এখনও কিনারা হয়নি।

মিশিগানের ঐ লেকে ডুব দিয়ে সেই বজরার নানা ছবি তুলেছেন দুই ডুবুরি ক্রিস রক্সবার্গ ও লি রোসেনবার্গ। এ নিয়ে তারা তথ্যচিত্র বানিয়েছেন। পানির নিচে বজরার নানা ছবি প্রকাশ্যে এসেছে। রক্সবার্গ জানিয়েছেন, ১৯২৯ সাল থেকে ১৯৩২ সাল পর্যন্ত ঐ বজরায় যাতায়াত ছিল গ্যাংস্টার ক্যাপোনের। ঐ হ্রদের আশপাশে ক্যাপোনের একটি বাড়ি ছিল। সেই সময় গ্যাংস্টারকে স্থানীয়রা দেখেছিলেন বলে দাবি করেছেন। উত্তর মিশিগানের একাধিক এলাকায় গ্যাংস্টারের অনেক গোপন আস্তানা ছিল। ১৯৩২ সালে বজরাটি ডুবে যাওয়ার আগে পর্যন্ত সেখানে নিয়মিত যেতেন ক্যাপোন।

ঐ দুই ডুবুরি জানিয়েছেন, বজরাটি ২০০ ফুট লম্বা। ঐ বজরাটি সে সময় চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল। মনে করা হত, ঐ বজরায় উঠে সবাই মদ্যপান করতেন। মদ্যপানের জন্য ঐ বজরার নামডাক ছিল। হ্রদের মধ্যিখানে রাখা হত বজরাটি। তা সত্ত্বেও আশপাশের বাসিন্দারা হুল্লোড়ের শব্দ শুনতে পেতেন সেখান থেকে। হ্রদের মাঝে বজরাটি রাখার আরো একটি কারণ ছিল। যেহেতু মদ্যপান নিষিদ্ধ, তাই সহজে যাতে ঐ বজরায় পুলিশ হানা না দিতে পারে, সে কারণে সেটি হ্রদের মাঝে রাখা থাকত। শুধু তাই নয়, বজরা থেকে চারদিকে নজরও রাখা হত। যদি পুলিশ হানাও দেয়, তা হলে আগে থেকেই টের পাওয়া যেত। সেই বুঝে বজরায় পুলিশ পৌঁছনোর আগেই গা ঢাকা দেওয়ার সুযোগ থাকত।

নিষেধাজ্ঞার মধ্যেও মিশিগানের হ্রদে রাতবিরেতে হুল্লোড় চলত ঐ বজরায়। কিন্তু তাল কাটল ১৯৩১ সালের নববর্ষে। বজরাটির ম্যানেজার এড ল্যাথাম গুলিবিদ্ধ হয়ে খুন হন। এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল। খুনের পরই বজরায় মদের আসরের আনন্দ ফিকে হতে থাকে। কী কারণে বজরার ম্যানেজারকে গুলি করে খুন করা হল, তা ধোঁয়াশাই থেকে গিয়েছে। ম্যানেজারের মৃত্যুর এক বছরের মাথায় আচমকা ডুবে যায় ঐ বজরা। ১৯৩২ সালের আগস্ট মাসে ডুবে গিয়েছিল ঐ বজরা। কী কারণে সেটি ডুবে গেল, সেই রহস্যের কিনারা এখনও হয়নি। এর ব্যাখ্যা কেউই দিতে পারেননি।

এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল ‘দ্য নর্দার্ন এক্সপ্রেসে’। তাতে লেখা হয়েছিল, যে দিন বজরাটি ডোবে, তার কয়েক ঘণ্টা আগেও সেটি পানিতে ভেসেছিল। কিন্তু কিছু একটা ঘটে। যে কারণে আচমকা ডুবে গিয়েছিল সেটি। এ-ও দাবি করা হয়েছিল যে, বজরাটি অক্ষত ছিল। বজরাটি পুরনো হওয়ার কারণে যে ডুবে গিয়েছিল, তার প্রমাণ মেলেনি। বজরাটি ডুবে যাওয়ার নেপথ্যে কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলে জল্পনাও ছড়ায়। তবে এতো বছর পরও এই রহস্য কাটেনি। হ্রদের ৫০ ফুট নিচে এই বজরার ধ্বংসাবশেষ রয়েছে। সেই ছবি প্রকাশ্যে আসতেই এই বজরা আবার চর্চায়।

সূত্র: আনন্দবাজার

চোখের ধাঁধা: ছবিটিতে শিশুটি ছাড়া তার মা রেয়েছে, খুঁজে বের করার চ্যালেঞ্জ রইল

অন্যরকম কিন্তু তারা ক্যাপোনের খবর ছিল থাকত নাচ-গানে প্রভা বজরা, মেতে সূর্যাস্ত স্বর্গ, হলেই
Related Posts
অফিস

অফিসে সুন্দরী টাইপিস্ট নিয়েছেন ম্যানেজার, বসের কাণ্ড দেখলে হাসি থামবে না গ্যারান্টি

November 26, 2025
morog

জুতা পায়ে দিয়ে দৌড়ে পালাল মোরগ, ভিডিওটি দেখলে হাসি থামবে না গ্যারান্টি

October 28, 2025
শালী

শালি ছাড়া বিয়ে করবে না ছেলে, মহা বিপদে বল্টুর বাবা!

October 19, 2025
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.