বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী ও পিএইচডি গবেষক রাফিয়াত রশিদ মিথিলা গতকাল (৭ জানুয়ারি) করোনা ক রো নায় আক্রান্ত হয়েছেন।
মিথিলা নিজেই শনিবার (৮ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত হওয়ায় একদিক থেকে যেন ভালোই হয়েছে এই অভিনেত্রীর! স্বামী এবং কন্যা আক্রান্ত হওয়ায় এতদিন আলাদা ঘরে থেকেছেন তিনি।
দূর থেকেই তাদের ওষুধ ও খাবার দিয়েছেন। তবে নিজেও আক্রান্ত হওয়ায় সবার একসঙ্গে থাকতে আর বাধা রইল না। এ বিষয় নিয়ে মিথিলা বলেন, ‘আমি নিজেও আক্রান্ত হওয়ায় এখন আর আলাদা ঘরে থাকতে হবে না। সবাই যেহেতু করোনা পজিটিভ কেউ কারো কাছে যেতে আর সমস্যা নেই।’
সকালে গোসল করলে বাথরুমের মধ্যে যা ঘটবে আপনার সাথে
মিথিলা বলেন, ‘কয়েক দিন ধরেই আমার মধ্যে লক্ষণ ছিল। ফলে ৩-৪ দিন আগে পরীক্ষা করাই। তখন রিপোর্ট নেগেটিভ আসে। তবে পরশু (বৃহস্পতিবার) আবারও নমুনা পরীক্ষা করালে গতকাল বিকেলে (শুক্রবার) পজিটিভ রিপোর্ট আসে।’
মিথিলা আরও জানান, আক্রান্ত হলেও এই মুহূর্তে তেমন কোনো সমস্যা হচ্ছে না তার। তবে হালকা ঠান্ডা ও কাশি আছে। তার মেয়ে আইরার অবস্থারও দ্রুত উন্নতি হচ্ছে। স্বামী সৃজিতও সুস্থ হয়ে উঠছেন।
উল্লেখ্য, চলতি বছরের প্রথম দিনই করোনায় আক্রান্ত হন মিথিলার স্বামী ওপার বাংলার নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি। এরপর ৫ জানুয়ারি মিথিলা-তাহসানের কন্যা আইরা তেহরীম খানেরও পজিটিভ আসে। স্বামী ও সন্তানের পর এবার করোনায় আক্রান্ত হলেন মিথিলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।